Jun 19, 2020

জিহাদি সন্ত্রাসী টিপু সুলতানের হিন্দু নির্যাতন ও ধর্মান্তর



৭১২ খ্রিস্টাব্দে মহম্মদ বিন্ কাশিমের সিন্ধু অভিযান দিয়ে ভারতের মাটিতে জিহাদি হামলার শুরু। এরপর বিভিন্ন সময়ে চলে এই হামলাবাজি। আজ টিপু সুলতানের কথা।<br>    এম.এম.কে.এফ.জি নামের এক মোগল জেনারেল টিপুর একটি জীবনী লিখেছেন। টিপুর পুত্র সেটি সংশোধন করেছেন। এই গ্রন্থ থেকে টিপুর জীবনের বহু কথাই জানা যায় ।




মহিবুল হাসান জানাচ্ছেন, এই গ্রন্থ থেকে জানা যায়, ত্রিবাঙ্কুরের যুদ্ধে ১০ হাজার হিন্দু ও খ্রিস্টানকে হত্যা এবং ৭ হাজার মানুষকে ক্রীতদাস বানান টিপু। ক্রীতদাসদের রাজধানী শ্রীরঙ্গপত্তনমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সুন্নত করানো হয় এবং জোর করে গোমাংস খাইয়ে তাদের ইসলামধর্মে ধর্মান্তরিত করা হয়। 

হায়াবাদানো রাওয়ের মতে, “হিস্ট্রি অব্ মাইশোর” অনুসারে ১৭৯০-এর দশকে এক দীপাবলির দিন মালিয়েঙ্গারের ব্রিটিশ গভর্নর জেনারেল হ‍্যারিসের সঙ্গে চুক্তি করার অপরাধে মহীশূরের আয়েঙ্গার সম্প্রদায়ের ৭০০ জন নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছিলেন টিপু ।


সমসাময়িক মুসলিম লেখক কিরমানি তাঁর “নিশান-ই-হায়দরী”-তে জানাচ্ছেন, ৭০ হাজার কুর্গিকে জোর করে মুসলমান করেছিলেন টিপু।   আমেরিকান ইতিহাসবিদ্ উইল ডুরাণ্ট বলছেন, ভারতে মুসলিম বিজয় ছিল সম্ভবত ইতিহাসের সবচাইতে রক্তাক্ত দিন ।

Share this